খানসামায় বাসন্তী (দূর্গা) পুজা চলছে
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের খানসামায় চলছে দূর্গার আরেক রুপ বাসন্তী পুজা। এই পুজা অনেক সনাতন ধর্মাবলম্বি চৈতালী পুজা বলে থাকেন। আবার অনেকের কাছে বাসন্তী পুজা নামে পরিচিত।
গত ১৯ থেকে আগামী ২৪ চৈত্র পর্যন্ত চলবে এ পুজা। খানসামায় সব ইউনিয়ন পরিষদের সনাতন ধর্মালম্বিরা এ পুজায় স্বতঃস্ফুর্ত ভাবে অংশ গ্রহন করছে। ৪নং খামারপাড়া ইউনিয়ন পরিষদের গাঢ়পাড়া গ্রামের পাইটকা কুড়ার পাড়, কালীর বাজার, ৩ নং ইউনিয়নের আরজী যুগীর ঘোপা গ্রামের হেলা বটতলী এবং ৬ নং গোয়ালডিহি ইউনিয়নের ১ নং ওয়ার্ড হাসিমপুরের রাখালধামে একযোগে জাঁকজমকের সাথে এই পুজা চলছে। জগতের মঙ্গলার্থে সনাতন ধর্মাবলম্বীরা বাসন্তী মায়ের আরাধনা করে থাকে এবং এজন্যই এ পুজার আয়োজন।
বাসন্তী পুজা মন্ডবের সভাপতি প্রদিপ চন্দ্র শর্মা বলেন, অসুর দমন করার জন্য ত্রেতাযুগে ভগবান শ্রীরাম দূর্গা দেবীকে বসন্তের এই সময়ে পুজা করেছিলেন। তাঁর সময় থেকে এই পুজা চলে আসছে। সত্যে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমনে এই পুজার মুল আয়োজন। সনাতন ধর্মালম্বিরা এই পুজার মাধ্যমে বিশ্ব শান্তি-সমৃদ্ধি কামনা করে। আগামী চৈত্রের ২৪ তারিখ দশমী তিথিতে বাসন্তী মাকে বিসর্জন দেয়া হবে।