খানসামায় বৃহত্তর দিনাজপুর ১-১২ শিক্ষক নিবন্ধিতদের ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা।
ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের খানসামায় বৃহত্তর দিনাজপুর১-১২ শিক্ষক নিবন্ধিতদের ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিনাজপুর ১-১২ শিক্ষক নিবন্ধিতদের আহবায়ক এমদাদুল হক নিশ্চিত করেন যে, ঈদ পরবর্তীদিন ২৭ জুন রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় খানসামা উপজেলায় অবস্থিত ৬নং গোয়ালডিহি ইউপির পুলেরহাট পাঠশালা একাডেমী চত্বরে বৃহত্তর দিনাজপুরের আওতায় দিনাজপুরের ১৩ উপজেলাসহ নীলফামারী, ঠাকুরগাও, পঞ্চগড় জেলার ১-১২ তম সকল শিক্ষক নিবন্ধিতদের নিয়ে ঈদ পূনর্মিলনী ও এক জরুরী আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আগামী ১৫ জুন বেসরকারী শিক্ষক নিবন্ধিত নিয়োগবঞ্চিত কেন্দ্রীয় ঐক্য পরিষদের ডাকে অনশন কর্মসূচীর ডাক দেওয়া হয়েছে। উক্ত অনশন কর্মসূচীতে বৃহত্তর দিনাজপুর১-১২ শিক্ষক নিবন্ধিতদের ভূমিকা, কার্যক্রম, চলমান আন্দোলনের গতি- প্রকৃতি নিয়ে বিশদ আলোচনা হবে। এছাড়া উত্তর বঙ্গের প্রতিটি উপজেলায় গঠিত বিশেষ কমিটির কার্যক্রমের অগ্রগতি এবং বিভিন্ন দিক নির্দেশনা সম্পর্কিত আলোচনা অনুষ্ঠিত হবে। তিনি আরো উল্লেখ করেন, ঈদ অবকাশ পরবর্তী সময়ে বৃহত্তর দিনাজপুর১-১২ শিক্ষক নিবন্ধিতদের অধীনে শীঘ্রই আর একটি রীট মহামান্য হাইকোর্টে উঠতে যাচ্ছে। এ ব্যাপারে অন্তর্ভুক্ত সদস্যদের রীট সংক্রান্ত আয়-ব্যয়সহ আগামী আন্দোলনের খরচ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।
অন্যতম আহবায়ক চিরিরবন্দর উপজেলার শাহাজান আলী বলেন, আগামী ১৫ জুনের কর্মসূচী সকল শিক্ষক নিবন্ধিতদের জন্য। এখানে কোন নিবন্ধিতের পিছিয়ে থাকার উপায় নেই।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।