খানসামায় আন্তর্জাতিক মে দিবস পালন
খানসামা(দিনাজপুর) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
সারাদেশের ন্যায় দিনাজপুরের খানসামায় আন্তর্জাতিক শ্রমিক দিবস বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষ্যে দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন পাকেরহাট শাখার উদ্যোগে সকালে পাকেরহাট গ্রোয়ার্স মার্কেট হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পাকেরহাট শ্রমিক ইউনিয়ন শাখার সভাপতি মাহফুজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সহ-সম্পাদক ইসতিয়াক আহমেদ শুভ’র পরিচালনায় শ্রমিক দিবসের গুরুত্ব ও তৎপার্য নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো: সাজেবুর রহমান সকল শ্রেণির শ্রমিকদের প্রতি ন্যায় বিচার, তাদের মর্যাদা ও গুরুত্ব সহ স্থায়ী ভাবে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্য বিবাহমুক্ত উপজেলা গড়তে সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন। এছাড়াও বিশেষ অতিথি সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মোফাজ্জল হোসেন চৌধুরী ও সাবেক ডেপুটি কমান্ডার শরীফ উদ্দিন সরকার, আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা শাহ্, খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মো: আব্দুল মোমেন শাহ্, সমাজসেবক আজিজার রহমান শাহ্ ও মোসাদ্দেক হোসেন সরকার ও শফিকুল ইসলাম, পাকেরহাট শ্রমিক ইউনিয়ন শাখা প্রতিষ্ঠাতা জাকির হোসেন চৌধুরী, ব্যবসায়ী আনিসুর রহমান শ্রমিকদের কাজের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
অপরদিকে দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন পাকেরহাট শাখার উদ্যোগে এবং ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন শাখার উদ্যোগে আলাদা আলাদা ভাবে আন্তর্জাতিক শ্রমিক দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সবশেষে শ্রমিকদের দিবসটি উপলক্ষ্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি শিল্পী ও স্থানীয় শিল্পীগণ অংশ নিয়ে আনন্দ উল্লাস করেন।