খানসামায় সড়ক দূর্ঘটনায় ৭ শিক্ষার্থী আহত

ভূপেন্দ্র নাথ রায়, খানসামা(দিনাজপুর) প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের খানসামায় ট্রলির সাথে পাগলুর সংঘর্ষে ৭ জন শিক্ষার্থী গুরুত আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ভ্যান চালক আব্দুর রাজ্জাক জানায়, আজ ১ জুন বৃহস্পতিবার দুপুর প্রায় ১টার দিকে উপজেলা সদরের সহজপুর ছাপ্পার মোড়ে পাকেরহাট থেকে আসা একটি পাগলুর সাথে অপর দিকে থেকে আসা ভুট্টার গাছ বহনকারী একটি ট্রলির সংঘর্ষ হয়। এতে শিক্ষার্থী শংকর (২২), পারভীন (২০), কৈলাশ (২১), গায়ত্রী (২০) সহ ৭ শিক্ষার্থী গুরুতর আহত হয়। জানা যায়, আহতরা বীরগঞ্জ ডিগ্রী কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী এবং বীরগঞ্জ উপজেলার সুজালপুর, বোয়ালমারী, দামাইলক্ষেত্র ও কুমোরপুর গ্রামের বাসিন্দা। তারা পাকেরহাট ডিগ্রী কলেজ ভেন্যুতে ডিগ্রী ১ম বর্ষ পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল। আহতদের দ্রুত চিকিৎসা করাতে প্রথমে পাকেরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিসার জন্য ৪ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও হারুন অর রশিদের সাথে কথা হলে তিনি জানান, পারভীনের বাঁ পায়ের উরু এবং শংকরের ডান পায়ের উরুতে রড ঢুকেছে। তাদের অবস্থা আশংকাজনক বলো তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুরে প্রেরণ করা হয়েছে।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!