খানসামায় হাতি দিয়ে অভিনব চাঁদাবাজি
ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের খানসামায় রানীরবন্দর-উপজেলা রাস্তায় সার্কাসের হাতি দিয়ে অভিন চাঁদাবাজি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার দূপুরে খানসামা-রাণীরবন্দর সড়কের চাতরার পাড় কুমারপাড়া মোড় নামক স্থানে দি রওশন সার্কাসের একটি হাতি দিয়ে অন্তর (২৫) নামে এক ব্যক্তি পথচারীদের আটক করে চাঁদা আদায় করে। ফলে, ওই সড়কে চলাচলরত সাধারণ পথচারী থেকে শুরু করে মোটর সাইকেল আরোহী, ভ্যানচালক, মাইক্রোবাস, ট্রাক এবং অটোচালকগণ আতঙ্কিত হয়ে পড়ে।
মোটর সাইকেল আরোহী ভূপেন্দ্রনাথ, অটোচালক সাইফুল ইসলাম, ভ্যান চালক আকতারুল, মাইজার রহমান এবং সিরাজুল ইসলাম জানায়, হাতির মাহুত কোন যানবাহন দেখলেই তার হাতিকে সড়কের মাঝখানে দাঁড় করিয়ে দেয়। ফলে চলাচলরত যানবাহনগুলো বাধ্য হয়ে ১০ টাকা ৩০ টাকা পর্যন্ত চাঁদা দিচ্ছে। হাতির মাহুতকে চাঁদার বিষয়ে জিজ্ঞেস করলে কেটে পরে।