খানসামায় ৫ ফার্মেসীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
খানসামা(দিনাজপুর) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে ৫ ফার্মেসীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেছে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোলেমান আলী।
মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ড্রাগ লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার আইন-২০০৯ এবং অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এ হাবিব মেডিকেল স্টোরকে ১০০০, মা ফার্মেসীকে ৫০০, হাজী ফার্মেসীকে ৫০০, এ এইচ ফার্মেসীকে ৫০০, দুহশুহ ফার্মেসীকে ৫০০ টাকা জরিমানা করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোলেমান আলী জানান, যে সকল ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং লাইসেন্স বিহীনভাবে ব্যবসা করবে সে সকল ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।