সজীব মোহাম্মদ আরিফ এর কবিতা- খুব জানতে ইচ্ছে করে?
খুব জানতে ইচ্ছে করে?
সজীব মোহাম্মদ আরিফ
খুব জানতে ইচ্ছে করে?
তখনও কি পৃথিবী এমনই থাকবে যখন আমি থাকবো না?
তখনও কি আকাশে এমন সুন্দর চাঁদ উঠবে?
জোসনা বৃষ্টিতে কি ভিজবে গোটা পৃথিবী?
তখনও কি এমন দৃষ্টিনন্দন ফুল ফুটবে বৃক্ষের শাখায়? মাতাল গন্ধে তখনও কি সৌরভ ছড়াবে?
তখনও কি বানের জলে পুঁটি মাছ গুলো লাফালাফি করবে?
হাসগুলো কি তখনও এমনি করে খেলা করবে?
প্রজাপতিগুলো কি তখনও এমন সুন্দর পাখা নিয়ে ওড়াউরি করবে?
পাখিগুলো কি তখনও কিচিরমিচির করে ডাকবে?
খুব জানতে ইচ্ছে করে?
তখনও কি কুনো বাঙগুলো গ্যাঙোর গ্যাঙোর করে ডাকবে?
ঝি ঝি পোকাগুলো আপন সুরে ডাকতে থাকবে?
ধানের ক্ষেতে তখনও কি বাতাস চুমু খাবে?
ঢেউয়ের তালে পাল তোলা নৌকাগুলো তখনও কি দোলা খাবে?
যদি সবই থাকবে তবে আমি কেন থাকবো না?
কেন এরা সবাই আমার অভাব বোধ করবে?