সাইফুল ইসলাম সরকার এর ছড়া- গর্ব চূর্ণ
গর্ব চূর্ণ
——- সাইফুল ইসলাম সরকার
প্রজাপতি গর্বে অতি
বলল শোন মৌমাছি
আমায় দেখে সবাই খুশি
আমি ভীষণ সুখে আছি।
আমি যখন উড়ে বেড়াই
পেখম মেলে ফুলে ফুলে
প্রেমিক মনের ঢেউ মেশে
প্রেম-সাগরের কূলে কূলে।
মৌমাছি তুই বড্ড পাঁজি
যাকে তাকে ফুটাস হুল
আগুন, বিষে, মারে পিষে
তুই যে সবার চক্ষু শুল।
মৌমাছি কয় নাচি নাচি
শোন্ ওরে প্রজাপতি
কী বলিস ইচ্ছা যাতা
বুঝি না তোর মতি গতি।
আমার মধু করলে চুরি
একটুখানি হুল ফুটাই
দুষ্ট লোকের সাজা দিয়ে
এই সমাজে ফুল ফুটাই।
তুইতো ছিলি শুঁয়োপোকা
জন্ম তোর নর্দমায়
পিছন ফিরে দেখিস ক্যান
শিক্ষা দেয় নি বাপে মায়?