নীলফামারীতে গৃহবধুর আত্মহত্যা
এস কে রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
সদর উপজেলায় এক গৃহবধূ স্বামীর সাথে ঝগড়া করে আত্মহত্যা করেছে। নিহত গৃহবধুর নাম লিমা আক্তার (১৭)।
নিহত লিমা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের চেংমারী গ্রামের লুৎফর রহমানের মেয়ে এবং খোকশাবাড়ি ইউনিয়নের রামকলা গ্রামের মিন্টু মিয়ার (২২) স্ত্রী।
মঙ্গলবার বিকালে শ্বশুরবাড়ির ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এলাকাবাসী জানান, অাট মাস অাগে রামকলা গ্রামের কফুর আলীর ছেলে মিন্টু মিয়ার সঙ্গে বিয়ে হয় লিমার। দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। কয়েক দিন আগে তাদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে লিমা আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বাবুল আকতার বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ।
তিনি আরো জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।