গোপালপুরের আলমনগর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা
মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
শক্তিশালী, কার্যকর ও জবাবদিহি মূলক ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অত্র ইউনিয়ন পরিষদের আয়োজনে আজ বুধবার সকাল ১১টায় পরিষদ ভবন মিলনায়তনে উক্ত বাজেট অধিবেশন সভা অনুষ্ঠিত হয়।
অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন এর সভাপতিত্বে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মোহাম্মদ সোলায়মান। তিনি মোট ৫৪ লাখ ৩৫ হাজার টাকা আয়, ৫২ লাখ ৭৫ হাজার টাকা ব্যয় ও ০১ লাখ ৬০ হাজার টাকা উৎবৃত্ত সংবলিত বাজেট উপস্থিত জনগণের সামনে উপস্থাপন ও বাজেট সংবলিত লিখিত সিট সকলের মাঝে বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মীর রজব আলী, আলমনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ লতিফ, এনজিও কর্মী আবু বকর সিদ্দিক, দৈনিক যুগান্তরের গোপালপুর উপজেলা প্রতিনিধি মো. সেলিম হোসেন, ইউপি সদস্য মোছাঃ সাবিনা বেগম, মোছাঃ রিনা বেগম, মোছাঃ ফরিদা বেগম, মো. সোহরাওয়ার্দী হোসেন, মোঃ আব্দুল মান্নান, মোঃ ইদ্রিস আলী, মোঃ বাবুল হোসেন, মোঃ আবুল হোসেন, আব্দুল কদ্দুছ, আব্দুল বাছেদ ও উদ্যোক্তা মোঃ ময়েন উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।