গোপালপুরে অবরুদ্ধ শিক্ষক দম্পতিকে চার ঘন্টা পর পুলিশের উদ্ধার
মো. সেলিম হোসেন, গোপালপুর(টাঙ্গাইল) | কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পরিচালনাকে কেন্দ্র করে শিক্ষক দম্পতির হাতে সিনিয়র সহকারি শিক্ষক শারীরিকভাবে অপদস্ত হওয়ার প্রতিবাদে ওই দম্পতিকে তালাবদ্ধ করে রাখা হয়। চার ঘন্টা পর থানা পুলিশ এসে তাদের উদ্ধার করেন। ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকালে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সৈয়দপুর হাইস্কুলে। সরেজমিনে গিয়ে জানা যায়, স্বামী সেলিম রেজা ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আর স্ত্রী ইসরাত জাহান গ্রন্থাগারিক। স্কুল চালানো নিয়ে এ দম্পতির সাথে দীর্ঘ দিনের বিরোধ সহকারি শিক্ষক, শিক্ষার্র্থী ও অভিভাবকদের। আজ স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে স্কুলের এক শিক্ষিকাকে মঞ্চে উঠানো পছন্দ করেননি গ্রন্থাগারিক ইসরাত জাহান। ফলে ওই শিক্ষিকাকে মঞ্চ থেকে নামিয়ে দেন প্রধান শিক্ষক। এতে আপত্তি করেন স্কুলের সিনিয়র শিক্ষক মতিউর রহমান (বিএসসি)। তাতেই ক্ষুব্দ হয়ে প্রধান শিক্ষক মতিউর রহমানকে অফিসে ডেকে নিয়ে স্বামী-স্ত্রী মিলে শারীরিকভাবে অপদস্ত করেন। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। শিক্ষার্থীরা ঘটনাটি জানতে পেরে শিক্ষক দম্পতির উপর চড়াও হয়। তাদের সাথে যোগ দেন এলাকাবাসি। এ দম্পতিকে অফিস কক্ষে তালাবদ্ধ করে রাখে একটানা চার ঘন্টা। খবর পেয়ে গোপালপুর থানা পুলিশ অকূস্থলে হাজির হয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। থানার দারোগা হান্নান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গণপিটুনির হাত থেকে বাঁচানোর জন্য এদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এবং ওই প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ও পৌর মেয়র রকিবুল হক ছানার জিম্মায় ছেড়ে দেয়া হয়। ঘটনার সময় পৌর মেয়র উত্তেজিত জনতাকে এর উপযুক্ত বিচার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরে তিনি চলতি মাসের জন্য স্কুল বন্ধ ঘোষণা করেন।