গোপালপুরে আওয়ামীলীগের নির্বাচনী পথসভার বিপক্ষে আওয়ামীলীগ
মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) সংসদীয় আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু’র নির্বাচনী পথসভার বিপক্ষে শক্ত অবস্থান নিয়েছেন হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগ। হেমনগর ইউপি চেয়ারম্যান রওশন খান আইয়ুবের সভাপতিত্বে ও হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে আগামী ৩০ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৩টায় নলিন নঈম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হবে। সভার বিপক্ষে হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগ আজ মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছেন। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান তালুকদার হিরার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি মো. মাহমুদুন নবী রঞ্জু।
তিনি বলেন, হেমনগর ইউনিয়ন ও অর্জুনা ইউনিয়ন আওয়ামীলীগের যৌথ আয়োজনে উপজেলা চেয়ারম্যানের নির্বাচনী পথসভায় হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগের কোনো সম্পৃক্ততা নেই। এ ধরণের প্রচার-প্রচারণা মিথ্যা, ভিত্তিহীন ও প্রতারণার সামিল। আমরা এর জোর প্রতিবাদসহ তীব্র নিন্দা জ্ঞাপন ও এ ধরণের প্রচারণা বন্ধের আহŸান জানাচ্ছি।
তিনি আরো বলেন, এ আসনে খন্দকার আসাদুজ্জামান এমপি এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষে তার সন্তান কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি খন্দকার মশিউজ্জামান রোমেল (সিআইপি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকায় গণসংযোগ চালাচ্ছেন। হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগ ঐক্যবদ্ধভাবে তার সাথে গণসংযোগসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ গ্রহণ করছেন।
এসময় উপস্থিত ছিলেন শাখার সহসভাপতি তোপাজ্জল হোসেন তপু, যুগ্মসম্পাদক বদিউজ্জামান বদি, সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান টুটুল, যুবলীগ সভাপতি অরুন, ছাত্রলীগ সম্পাদক সবুজ তালুকদার, সাবেক সম্পাদক নজরুল ইসলাম, হেমনগর কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি আরিফ হোসেনসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড কমিটির সভাপতি ও সম্পাদক মন্ডলী।