গোপালপুরে ঔষধের দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা
মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের গোপালপুরে ঔষধের দোকানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ মজুদকরণ ও বিক্রির দায়ে নগদ অর্থ জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডিতরা হলেন, পৌরশহরের আকন্দ মেডিক্যাল হলের মালিক মৃত জোয়াহের আলীর পুত্র আব্দুল্লাহ আকন্দ (দুই হাজার টাকা), মেঘনা মেডিক্যাল হলের মালিক হাজী আবুল কাশেমের পুত্র তোফাজ্জল হোসেন (পাঁঁচশত টাকা) ও একটি হারবাল ঔষধ ব্যবসায়ীর মালিক আবু রায়হানের পুত্র বাচ্চু (পাঁচশত টাকা)।
আজ বৃহস্পতিবার দুপুরে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাস সরেজমিনে ওই দোকানগুলোতে অভিযান চালিয়ে এ রায় দেন।
জানা যায়, পৌরশহরে অবস্থিত ওই ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ মজুদ করন ও বিক্রি করে আসছিল। এতে রোগীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত ও বিপদগামী হচ্ছিল। খবর পেয়ে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস ওই সব মেডিক্যাল হলগুলোতে হাজির হয়ে ভ্রাম্যমান আদালত বসান। এ সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুদকরণ ও বিক্রির দায়ে এ রায় প্রদান করেন।