গোপালপুরে কলেজছাত্রী হত্যার বিচার দাবিতে মানববন্ধন
মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিষয়ে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী কামরুন্নাহার ইতি হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে গোপালপুর কলেজের ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে কলেজ গেটে এ মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আকন্দ, উপাধ্যক্ষ মানিকুজ্জামান, শিক্ষক পরিষদের সম্পাদক মাইনুর রহমান, সহকারি অধ্যাপক মোজাম্মেল হোসেন ও আব্দুল মান্নান, সহপাঠী সোহানুর রহমান, আল আমীন, মাহমুদুল হাসান প্রমূখ। উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মঞ্জুরুল হক ফরিদসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা। বক্তারা অভিযোগ করেন, ইতিকে হত্যার সুস্পষ্ট অভিযোগ সত্বেও মধুপুর থানা পুলিশ আসামীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেনা। তারা হত্যাকান্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। এ ব্যাপারে মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, অনার্স পরীক্ষার্থী ইতির লাশ গত শুক্রবার মধুপুর উপজেলার ভট্রবাড়ি গ্রামের শ্বশুর বাড়ি থেকে মধুপুর থানা পুলিশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ইতির বাবামার অভিযোগ যৌতুক ও যৌন হয়রানির মাধ্যমে ইতিকে খুন করা হয়। শ্বশুর বাড়ির লোকজনের দাবি ইতি আত্মহত্যা করেছে।