গোপালপুরে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহে র্যালী ও আলোচনা সভা
মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
‘স্বাস্থ্য সেবার অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স মঙ্গলবার থেকে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহে র্যালী, আলোচনা সভা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানসহ নানা কর্মসূচী হাতে নিয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকালে আলোচনাসভা শেষে একটি র্যালী বের করা হয়। র্যালীটি স্বাস্থ্যকমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজীর উদ্যোগে র্যালীতে অংশগ্রহন করেন ইউএনও বিকাশ বিশ্বাস, ওসি হাসান আল মামুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা শফিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জিএম ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সেবা সপ্তাহ আগামী ২০ এপ্রিল পর্যন্ত চলবে।