গোপালপুরে ডাবল মার্ডার আসামীদের দোকানপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগ
মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের গোপালপুরে ডাবল মার্ডার আসামীদের দোকানপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগ এবং লুণ্ঠণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে উপজেলার সোনামুই বাজারে উত্তেজিত সহ¯্রাধিক জনতা ৪টি দোকান ও ৭টি ঘরে এ হামলা চালায়।
গোপালপুর থানার ওসি হাসান আল মামুন জানান, জামালপুরের সরিষাবাড়ি উপজেলার নরকোনা গ্রামের নূরুল ইসলামের ছেলে জাহিদ হোসেন গত ২ জুন প্রতিপক্ষের হাতে খুন হন। এ মামলার আসামিরা জামিনে মুক্তি পেয়ে স্বজনদের সঙ্গে নিয়ে গত ২৮ ডিসেম্বর নিহত জাহিদের চাচাত ভাই ইউসুফের বাড়িতে হামলা ও ভাংচুর করে।এতে গুরুতর আহত ওহাব আকন্দের ছেলে ইউসুফ ৩১ ডিসেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পর পর দুটি খুনের ঘটনায় গ্রামবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। মঙ্গলবার ওই গ্রামসহ আশপাশের গ্রামের সহ¯্রাধিক মানুষ একত্রিত হয়ে ডাবল খুনের মামলার আসামি গোপালপুর উপজেলার সোনামুই গ্রামের ফজর, আলম ও জহিরুলের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুণ্ঠণ করে। অগ্নিসংযোগে সাতটি থাকার ঘর পুড়ে যায় ও সোনামুই বাজারে হামলা চালিয়ে চারটি দোকান ভাঙচুর ও লুট করে। পরে ফায়ার সার্ভিসের সদস্য এসে আগুন নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস ও ওসি হাসান আল মামুন অতিরিক্ত পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।