গোপালপুরে নগদাশিমলা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
মো. সেলিম হোসেন, গোপালপুর প্রতিনিধি। কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
শক্তিশালী, কার্যকর ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ৪নং নগদাশিমলা ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় নগদাশিমলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ বাজেট অধিবেশন সভা অনুষ্ঠিত হয়।
পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এম হোসেন আলীর সভাপতিত্বে সভায় প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মোহাম্মদ আব্দুস ছাত্তার। তিনি সর্বমোট ১ কোটি ৩১ লাখ ৩৪ হাজার ৪শত ২০ টাকা আয়, ১ কোটি ৩০ লাখ ২৬ হাজার ৪ শত ৭৬ টাকা ব্যয় এবং ১ লাখ ৭ হাজার ৯ শত ৪৪ টাকা উদ্বৃত্ত সংবলিত বাজেট সভায় উপস্থিত জনগণের সামনে উপস্থাপন করেন। এ সময় প্যানেল চেয়ারম্যান সাদিয়া আফরিন সুমা, ইউপি সদস্য আবু মাসুম, আয়নাল খান, ছবেদ মিয়া, জুলহাস উদ্দিন, ছলিম উদ্দিন ও আ.লীগ নেতা আবুল হোসেনসহ শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।