গোপালপুরে নৌকার বিজয় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর ভোটবর্জন

 

 

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়ন পরিষদে আজ ১৬ এপ্রিল রোববার চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সরকার দলীয় প্রার্থী নৌকা প্রতীকে গোপালপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম হোসেন আলী বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে মোট ৬ষ্ঠ বারের মত তিনি এই ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হলেন। তিনি নৌকা প্রতীকে মোট ভোট পেয়েছেন ১২,২০৮ । তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো: শাহ আলম (মাস্টার) পেয়েছেন ১৯৪২ ভোট। দু’জনের মাঝে ব্যবধান ১০,২৬৬ ভোট। সরেজমিনে প্রতিটি কেন্দ্র পরিদর্শন করে দেখাা যায়, প্রত্যেকটি কেন্দ্রেই ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ভোট কেন্দ্রের বাইরে র‌্যাব, পুলিশ, ও এক প্লাটুন বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করে। এছাড়াও নির্বাহি ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত কাজ করে। এদিকে সকাল সাড়ে ১০টায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মো: আনছার আলী সাগর ও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে মো: শাহ আলম (মাষ্টার) দুপুর ১২টায় বিভিন্ন কেন্দ্রে অনিয়ম, ভোটারদের ভয় ভীতি দেখানো, ভোট কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়াসহ বিভিন্ন অভিযোগে ভোট বর্জন করেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উক্ত ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৩৭৫৩জন। এর মধ্যে ১৫৬০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!