গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের জুতা মিছিল
মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষকের পদক্ষেপ দাবি করে আজ রবিবার গোপালপুর উপজেলার মির্জাপুর হাতেম আলী বিএল উচ্চবিদ্যালয়েে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জুতা মিছিল করে স্কুলের ছাত্রছাত্রীরা।
জানা যায়, স্কুলে দানপত্র করে দেয়া একটি জমি প্রধান শিক্ষক আব্দুল জলিল তালুকদার সম্প্রতি বিক্রি করেন। পরে ওই টাকায় অন্যত্র একটি জমি স্কুলের নামে ক্রয় করেন। এ জমি বেচাকেনার সময় জমির দাম কম দেখিয়ে প্রধান শিক্ষক প্রায় চল্লিশ লক্ষ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ উঠে। এ অভিযোগের সুরাহা না হওয়ায় এলাকাবাসিরা ক্ষুব্দ হয়। আজ রবিবার দুপুরে অভিভাবকরা স্কুল ঘেরাও করলে তাতে ক্ষুব্দ ছাত্রছাত্রীরা সামিল হন। পরে জুতা মিছিল করে প্রধান শিক্ষকের শাস্তি দাবি করেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক আব্দুল জলিল জানান, জমি কেনাবেচায় তিনি কোন দুই নম্বারী করেননি। এলাকার একটি চক্র মেহেদী হাসান জুয়েল সরকারের নেতৃত্বে এক লক্ষ টাকার চাঁদা দাবি করেন তার নিকট। চাাঁদা না দেয়ায় জুয়েল চক্র তার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের ক্ষেপিয়ে তুলে অপকর্ম করার চেষ্টা চালায়। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ রাসেল জানান, প্রধান শিক্ষককে বেকায়দায় ফেলার জন্য একটি চক্র এসক করেছে।