গোপালপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে ক্ষণগণনা কার্যক্রমের উদ্বোধন
মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ক্ষণগণনা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শুক্রবার বিকালে জন্ম শতবার্ষিকীর শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির।
উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস, ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান তুলা, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান আব্দুল হাইসহ উপজেলা আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।