গোপালপুরে শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুরে শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটি গোপালপুর উপজেলা শাখার আয়োজনে রবিবার সকালে এ উপলক্ষ্যে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্ত্বরে সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি গোপালপুর উপজেলা শাখার সভাপতি জিএম ফারুক, সহ সভাপতি আঃ জলিল, মোঃ মনিরুজ্জামান, নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম তালুকদার, যুগ্ম সম্পাদক ফখরুদ্দীন আলী আহাম্মেদ শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়ারেছ আলী, গোপালপুর জেনারেল মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কেএম শামীম ও সাধারণ সম্পাদক আঃ রশিদ প্রমূখ। এ সময় বক্তারা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে সরকারের সুদৃষ্টি কামনা করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল শিক্ষকমিলে সারা দেশে একযোগে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলার প্রায় সকল শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন।
কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।