গোপালপুরে শিমলা পাবলিক স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার স্বনামধন্য ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান শিমলা পাবলিক স্কুল এন্ড কলেজে নানা কর্মসূচির মধ্য দিয়ে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল রবিবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
কর্মসূচির মধ্য ছিল শিক্ষার্থীদের কোরআন তেলোয়াত, স্বকণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, দেশাত্ববোধক গান প্রতিযোগিতা, কবিতা আবৃতি, গ্রামীণ খেলাধুলা, পুরস্কার বিতরণ, মুক্তিযুদ্ধ ভিত্তিক শিক্ষা বিষয়ক নাটিকা উপস্থাপন, সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠান।
প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক রূপন চন্দ্র গুহ রায়ের সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণ পর্বে বক্তব্য রাখেন সহকারি সিনিয়র শিক্ষক আব্দুস সালাম, মোশারফ হোসেন, জহুরুল ইসলাম, মরিয়ম খাতুন, হোসনেয়ারা স্বপ্না, সহকারি শিক্ষক মোজাফর আলী, কামরুজ্জামান রিপন ও সাইদুর কবির লিটু প্রমূখ।
পরে শিক্ষার্থীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।