গোপালপুরে সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর বাজারের একটি সংখ্যালঘু পরিবারকে বাড়িঘর থেকে উচ্ছেদের পাঁয়তারা করা হচেছ বলে অভিযোগ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশের নিকট প্রতিকার চেয়ে পরিবারটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগে বলা হয়, হেমনগর বাজারের মিষ্টি ব্যবসায়ী বাসুদেব সাহা কয়েক মাস আগে পড়শির নিকট থেকে উপযুক্ত মূল্যে দুই শতাংশ জমি ক্রয় করেন। এতে ক্ষিপ্ত হন আরেক পড়শি আমীর আলী গং। জমি ক্রয়ের পর দাঙ্গাবাজ আমীর আলী পুত্র নাইমকে সাথে নিয়ে বাসুদেবের উপর গত ১৪ মার্চ হামলা চালান। এরপর ক্রয় করা ওই দুই শতাংশ জমি বিনা টাকায় আমীর আলীকে সাবকওলা করে না দিলে পরিবার শুদ্ধ খুন করার হুমকি দিয়ে যান। এখন ওই দুই শতাংশ জায়গায় জোর করে মাটি ভরাট করা হয়েছে ও তাদের যেতে বাধা দেয়া হচ্ছে। প্রতিনিয়তই প্রাণনাশের হুমকি ও বাড়িঘর ছেড়ে যাবার জন্য চাপ দিচ্ছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস জানান, থানা পুলিশকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। গোপালপুর থানার ওসি হাসান আল মামুন জানান, পুলিশ অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখছেন। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!