গোপালপুরে পূর্ণ দিবস হরতাল পালনের সিদ্ধান্ত

 

 

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
খানা খন্দে ভরপুর গোপালপুরের রাস্তা-ঘাট নির্মাণ ও প্রসস্ত করার দাবিতে ১৫ অক্টোবর রবিবার একদিন পূর্ণদিবস হরতাল পালনের সিন্ধান্ত গ্রহন করা হয়েছে। গোপালপুরের বিভিন্ন পরিবহন, পেশাজীবি, শ্রমিক ও ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে রবিবার রাত ৭টায় টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতি গোপালপুর প্রান্ত’র কার্যালয়ে এক সভায় এ সিন্ধান্ত নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌরমেয়র রকিবুল হক ছানা, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল কিবরিয়া দুলাল, বাস মিনিবাস মালিক সমিতির কার্যকরি সভাপতি রফিকুল হক, সভাপতি রহমাতুল কিবরিয়া বেলাল, সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন সাহা, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন ও হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র কুন্ডু প্রমূখ।
এ সময় তাঁরা পিংনা থেকে পোড়াবাড়ী ও মধুপুর থেকে বঙ্গবন্ধু সেতু ভায়া গোপালপুরের ২৫ কি.মি. রাস্তা মেরামত ও প্রসস্ত করার দাবিতে উক্ত কর্মসূচি বাস্তবায়নের জন্য রহমাতুল কিবরিয়া বেলালকে আহবায়ক করে একটি কমিটি গঠন করেন।


  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!