গোপালপুরে ১০ দিনব্যাপী টিডিপি’র প্রশি¶ণ কর্মশালা
মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
‘শান্তি, শৃক্সখলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে দশ দিন ব্যাপি ওয়ার্ড ভিত্তিক অস্ত্রবিহীন টিডিপির মৌখিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে সোমবার সকালে পৌরশহরের সূতী পটল পাড়া গ্রামে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মুজাফফর আলীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান, আনসার ভিডিপি ইউ আই মো.মারুফ ইকরাম, ইউ আই মোছাম্মদ শামসুন্নাহার, ইউ আই আব্দুল বাসেত শিকদার প্রমূখ।
এ কর্মশালায় ৬৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন। প্রশি¶ণ শেষে সকলকেই সার্টিফিকেট প্রদান করা হবে ।