গোমাংস কিনেছিস? পিটিয়ে খুন ঝাড়খণ্ডের রামগড়ে
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
গাঁধীর উপমা দিয়ে বৃহস্পতিবারই সবরমতীতে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, গো-ভক্তির নামে মানুষ খুন করা কোনও মতেই বরদাস্ত করা যায় না। প্রায় কাছাকাছি সময়ে স্বঘোষিত গোরক্ষক বাহিনী পিটিয়ে মারল এক প্রৌঢ়কে।
ঝাড়খণ্ডে বাজার থেকে মাংস কিনে ফেরার পথে গণপিটুনিতে মৃত্যু হল এক জনের। নিহতের নাম আলিমুদ্দিন (৫০)। বাজার থেকে মাংস কিনে যে মারুতি ভ্যানে তিনি বাড়ি ফিরছিলেন, উত্তেজিত জনতা সেটিতে আগুন লাগিয়ে দেয়। জনতার অভিযোগ, আলিমুদ্দিন গোমাংস কিনেছিলেন। ঝাড়খণ্ডে গোমাংস বিক্রি নিষিদ্ধ।
বৃহস্পতিবার বেলা ১টার ঘটনা, ঝাড়খণ্ডের রামগড় জেলার নয়াসরাই গ্রামে। চিতরপুর বাজার থেকে গোমাংস কিনে আলিমুদ্দিন একটি মারুতি ভ্যান চালিয়ে ফিরছিলেন বাড়িতে। বাজারটাঁড় মোড়ের কাছে তাঁর গাড়ি রুখে দেয় একদল মানুষ। গাড়িটি ঘিরে ফেলে তাঁরা টেনেহিঁচড়ে বের করে আলিমুদ্দিনকে। বলে, ‘‘গোমাংস কিনেছিস? আয়, দেখছি তোকে!’’
তার পর তাঁর ব্যাগ থেকে বের করে গোমাংস। সঙ্গে সঙ্গে আলিমুদ্দিনকে বেধড়ক মারধোর শুরু করে উত্তেজিত জনতা। তাঁর মারুতি গাড়ি ভাঙচুর করার পর তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়।
পরে অচৈতন্য অবস্থায় আলিমুদ্দিনকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ পরে এসে গোটা এলাকাটি ঘিরে ফেলে।
দিনদু’য়েক আগে গিরিডিতে গোরক্ষকরা হামলা চালিয়েছিল আরও এক জনের ওপর।