রওশন হাসান এর কবিতা-গ্রথিত ব্যবধানে
গ্রথিত ব্যবধানে
——————– রওশন হাসান
আমার চোখের জল শুষে যে নদী হয়েছিলো স্রোতস্বিনী
বিচলিত হয়েছিলে তুমি নিজেকে হারাবার ভয়ে
সে চোখ এখন দেখে না ঘনিষ্ঠ আকাশ,
অারণ্যক বৈরাগ্যে বেঁধেছে ভঙ্গুর বাসা
মনে পড়ে পাহাড়ের কুয়াশায় মিলে যাওয়া মেঘ?
আমাদের করেছিলো অনুসরণ ঝাপসা গতিবিধিতে ?
সেদিনের অনুসন্ধানী হরিণী দৃষ্টি?
অদৃশ্য বাষ্পে মিশেছিলো ঝরনার শাব্দিক পতন?
কোমল আঙুল ছুঁয়ে গ্রীণহাউজের নৈঃসঙ্গ একাত্ম হয়েছিলো
দূরের অট্টালিকাগুলো কিনারায় শীতল হাওয়ায় ছিলো জড়সড়
প্রাচীরের এপার ওপার ছিলো আমাদের বসবাস
বহুআগে হয়নি পরিচয়, শীতল বাতাস সহে সে অনুতাপ
অন্তরালে যে তুমি-আমি একাকার ছিলাম ব্যবধানে গ্রথিত l