ঘাটাইলে দু’দল গ্রামবাসীর মধ্যে উত্তেজনা
এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুর বাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে চরম উত্তজনা বিরাজ করছে ৷ এঘটনায় আহত হয়েছে অন্তত ৩জন। আজ বুধবার দুপুর একটার দিকে উপজেলার কাশতলা ও নাটশালা গ্রামবাসীর মধ্যে এ ঘটনা ঘটে। এসময় হামিদপুর বাজারে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর করা হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে ৷
স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার কাশতলা গ্রামের এক কিশোরের সাথে নাটশালা গ্রামের একদল কিশোরের কথা কাটাকাটির ঘটনা ঘটে। এনিয়ে শুক্রবার উভয় পক্ষ মিমাংসার জন্য বসলে সেখানে নাটশালা গ্রামের একজনকে মাধধর করলে ওই দিন’ও দু’গ্রামের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আজ আবার একই ঘটনা মিমাংসার জন্য বসলে এক পর্যায়ে তারা আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন ৷ ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশের পাশাপাশি র্যাবের সদস্যারা অবস্থান করছে।