ঘাটাইলে অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্বোধন
এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
অটিজম এবং নিওরোডেভলোপমেন্টাল ডিজঅর্ডার বাংলাদেশ এডভাইজারি চেয়ারপার্সন প্রধান মন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এর অটিজম প্রতিবন্ধী বিষয়ক বিশ্বব্যাপী কার্যক্রমের সকল সুবিধা বাংলাদেশের প্রতিটি প্রতিবন্ধীর জীবনে পৌছে দেওয়ার লক্ষে-সারা দেশের ন্যায় টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় শাহপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়েছে। রান ডেভলোপমেন্ট সোসাইটির সার্বিক সহযোগীতায় উপজেলার ২নং ঘাটাইল ইউনিয়নের শাহপুর উক্ত প্রতিষ্ঠান প্রাঙ্গনে শনিবার দুপুর ১২টায় এক অনুষ্ঠানিকতার মাধ্যমে প্রতিষ্ঠানটি শুভ উদ্ভোধন করা হয়। অত্র এলাকার কৃতি সন্তান ও বিদ্যালয়ের সভাপতি মোঃ কামরুজ্জামান রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন ২ নং ঘাটাইল ইউপি চেয়ারম্যান মোঃ হায়দর আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা মহিলালীগের আহ্বায়ক নুরজাহান সিদ্দিকা, দেউলাবাড়ী ইউপি মহিলা দলের সভাপতি ও রান ডেভলোপমেন্ট সোসাইটির কো- অডিনেটর মিসেস নাজমা পারভীন, ২নং ঘাটাইল ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মোতাহের হোসেন,২নং ঘাটাইল ইউপি সংরক্ষিত মহিলা সদস্য রাশিদা বেগম, আওয়ামীগ নেতা কাজী জুয়েল, সাবেক ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম,চৈথট্ট গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ হালিম,আশরাফুল ইসলাম, আরজু,আসাদুজ্জামান সুমন সহ উক্ত প্রতিবন্ধী বিদ্যালয়ের অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীর, অভিভাবক বৃন্দ এবং স্থানীয় শতাধিক গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।