ঘাটাইলে আন্তর্জাতিক কবি-লেখক মিলন মেলা অনুষ্ঠিত
মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক কবি-লেখক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে ৷
গত ২২শে মার্চ (শুক্রবার) উপজেলার শালিয়াবহ গ্রামে কবি মতিয়ারা মুক্তা (মাটিরমা) ক্লাবের আয়োজনে বর্নাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ অনুষ্ঠানে বাংলাদেশের কবি লেখক ছাড়াও যোগ দেয় পশ্চিমবঙ্গের কবি ও লেখকরা ৷ সকাল থেকে রাত্রি পর্যন্ত ৩ধাপে অনুষ্ঠানে যোগ দেয় শতশত লোকজন ৷ আন্তর্জাতিক কবি-লেখক মিলন মেলায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের এস এম মজিবর রহমান ৷ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতজ ও কবি গবেষক শামীম রুমি ৷
আরো আলোচক হিসেবে ছিলেন, কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, কবি ও সংগঠক টিপু রহমান ও আনোয়ার মজিদ ৷ অনুষ্ঠানটি উদ্বোধন করেন কবি ও সমাজ সেবিকা রাবেয়া রুবি ৷ উদ্বোধনী বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন কবি লেখক ফোরামের নির্বাহী সভাপতি আবু বকর সিদ্দিক ও মোঃমাহনুন্নবী জ্যোতি ৷ স্বাগত বক্তব্য প্রদান করেন কবি লেখক ফোরামের কেন্দ্রিয় সভাপতি মাইদুল ইসলাম মুক্তা ৷
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি লেখক ফোরামের সহ-সভাপতি সালমা বেগ, টাঙ্গাইল জজকোর্টের পিপি এস আকবর খান, মামুনুর রশিদ ও রোকসানা সুখী ৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগের কবি লেখক ফোরামের সভাপতি শেরআলী শেরবাগ, নুর নাহার নীরু, নাসরিন বেগম নাজ, আবু নাসের সিদ্দিক তুহিন, সৈয়দ আছলাম হোসেন, আসকাফুর তানভীর, শাহনাজ শারমিন শিউলী, ড. মমতাজ বেগম, শফিকুর রহমান চৌধুরী, সাইদুর রহমান, মাহফুজা শামা, নুরুল ইসলাম বাদল, গিয়াস আরিফ, শামিম মিয়া, মঞ্জুর খান ৷