ঘাটাইলে চেয়ারম্যার প্রার্থী আরিফ হোসেনর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা
মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের ঘাটাইলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয় প্রত্যাশী উপজেলা চেয়ারম্যার পদ প্রার্থী মুহাম্মদ আরিফ হোসেনের বিশাল মটরসাইকেল সোডাউন অনুষ্ঠিত হয়েছে ৷ গত ২৮শে জানুয়ারী (সোমবার) মটরসাইকেল শোভাযাত্রাটি ঘাটাইল উপজেলার বিভিন্ন সড়ক পদক্ষীণ করে ৷ আরিফ হোসেনের মটরসাইকেল শোভাযাত্রায় যোগ দেয় ঘাটাইলের বিভিন্ন প্রান্তের হাজারো মানুষ ৷ ঘাটাইলের সর্বসাধারনের সাথে কথা বলে জানাযায়, উপজেলা পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে পুর্ব ঘাটাইলের প্রার্থীকে বিজয়ী করেন পুর্ব ঘাটাইলের ভোটারেরা ৷ আরিফ হোসেনের বাড়ি পুর্ব ঘাটাইলে সেজন্য তার কর্মি সমর্থকদের দাবি তাকে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন ৷
মুহাম্মদ আরিফ হোসেন ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এবং মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ঘাটাইল উপজেলা শাখার বর্তমান সভাপতি, বাংলাদেশ উপজেলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশন এর সাধারন সম্পাদক, উপজেলার বর্তমান সফল ভাইস চেয়ারম্যান সবার আস্থাভাজন ব্যক্তি।তিনি তরুন প্রজন্মের জনপ্রিয় লোক। ইতোমধ্যে তিনি রাত দিন ভোটারদের কাছে গিয়ে সমর্থন আদায়ে জোর চেষ্টা চালচ্ছেন।মনোনয়নয় পাওয়ার বিষয়ে আরিফ হোসেন বলেন, আমি জীবনের বিশটি বছর রাজপথে মুজিব আদর্শের ঝান্ডা হাতে নিয়ে মানুষের সেবা করে যাচ্ছি। আর আমি যদি আওয়ামী লীগের মনোনয়ন পাই তাহলে ঘাটাইল জনগনকে নেশামুক্ত সমাজ, সন্ত্র্সামুক্ত ঘাটাইল ও নৃতাত্বিক জনগোষ্ঠির স্বার্থের দিকে নজর দিয়ে তাদের হয়ে কাজ করবো।ঘাটাইলে পৌরসভা ১টি, ইউনিয়ন ১৪টি, ভোট কেন্দ্র ১১৯টি। পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ৭৭৭ জন, মহিলা ভোটার ১ লাখ ৫৯ হাজার ৭৬৯ জন, মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ৫৪৬ জন।