ঘাটাইলে চোলাই মদের কারখানার সন্ধান; ৯ড্রাম মদ উদ্ধারসহ আটক ২
মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের ঘাটাইলে (৫ মে) পৌর এলাকার ভানীকাতরা এলাকা থেকে ভোর ৪:১৫ মিনিটে পুলিশ অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদের কারখানা সন্ধান পেয়ে দুইজনকে আটক করেছে। এ সময় ৫০০ লিটার মদ উদ্ধার করে পুলিশ।
আটককৃত আবদুল জলিল (৪৫) মৃত খোয়াজ আলীর ছেলে এবং মৃত জুরান আলীর ছেলে আব্দুল করিম। তাদের দুজনের বাড়ী পৌর এলাকার ভানীকাতরা গ্রামে।
ঘাটাইল থানার উপপরিদর্শ (এসআই) আব্দুল মান্নান, আবু হানিফ জানান, পৌর এলাকার ভানীকাতরা গ্রামের আব্দুল জলিল, আব্দুল করিম দির্ঘদিন যাবৎ দেশীয় চোলাই মদ তৈরী ও বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে। মদের গোডাউনে থাকা ৫০০ লিটার দেশীয় মদ ভর্তি নয়টি ড্রাম উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
এ বিষয়ে ঘাটাইল থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করে আরও জানান, তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।