ঘাটাইলে বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে মোঃ আজাদ খান (৩৮) নামে এক মাদক ব্যবসায়ির মৃত্যূ হয়েছে।সে অত্র ইউনিয়নের পূর্ব পাকুটিয়া গ্রামের মৃত আব্দুর রহমান খানের পুত্র। খোজ নিয়ে জানা যায় রবিবার আনুমানিক রাত একটা থেকে দেড়টার মধ্যে দেউলাবাড়ি সিমান্তে সাবেক চেয়ারম্যান মোঃ সোহরাব আলীর ইটের ভাটা মেসার্স এম,এস,বি ব্রিক্স ফিল্ডে এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এ ব্যপারে র্যাব -১২ এর কোম্পানি কমান্ডার মেজর রবিউল ইসলাম বলেন গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে টাংগাইলের ঘাটাইল উপজেলায় দেউলাবাড়ি সিমান্তে একটি ইটের ভাটায় এক দল মাদক ব্যবসায়ি মাদক দ্রব্য বিক্রির জন্য অপেক্ষা করছে।পরে যার্ব সংবাদ পেয়ে সেখানে অভিযান চালালে সঙ্গ বদ্ধ মাদক চক্রের সদস্যরা যার্বের উপস্হিতি বুঝতে পেরে এলোপাথারি গুলি ছুরতে থাকে। পরে যার্বও পাল্টা গুলি ছুরলে ঘটনার স্হলে একজন মাদক ব্যবসায়ি গুলি বৃদ্ধ হয় এবং দুই জন যার্ব সদস্য আহত হয়। বাকীরা পালিয়ে যায়।পরে ঘটনার স্হল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একশত পিস ফেনসিডিল ও পনেরশত পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। পরে আহত মাদক ব্যবসায়িকে উদ্ধার করে টাংগাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কতূর্ব্য রত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। লাশ টাংগাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।