ঘাটাইলে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল সপ্তম শ্রেনীর শিক্ষার্থী
মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার উত্তরপাড়া এলাকায় উপজেলা প্রশাসনের তড়িৎ হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল সপ্তম শ্রেনীর শিক্ষার্থী। সে ঘাটাইল সরকারী গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। গত ১৫ নভেম্বর (শুক্রবার) এই ঘটনা ঘটে।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নূর নাহার জানান, শুক্রবার বিকালে পৌর এলাকার বাসিন্দা আব্দুল বারেক এর মেয়ে তার অনুমতি ছাড়া পার্শ্ববর্তী শিমলা গ্রামে বিয়ে দিতে গেলে সে সময় বিয়ে বাড়িতে উপস্থিত হয় প্রশাসনের লোকজন। মেয়ের বাবা-মাকে মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ে দিতে পারবে না। পরে তারা এই মর্মে মুচলেকা দেন।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার আরও জানান, মেয়ের বাবা-মা স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের স্বাক্ষী রেখে মুচলেকা দিয়ে বলেছে তারা মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না।