ঘাটাইলে বিনিময় বাস দূর্ঘটনায় নিহত ৭ অাহত প্রায় ৩০, আহতদের ১০ জনের অবস্থা আশঙ্কাজনক
এম এস ইসলাম আকাশ, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
গতকাল আনুমানিক রাত ১১ ঘটিকার সময় টাংগাইলের ঘাটাইল উপজেলার গুনগ্রাম নামক স্থানে বিনিময় সার্ভিসের বাস নং – ঢাকা মেট্রো -ব ১১- ১৯৪৯ বাসটি ঢাকা হতে ধনবাড়ী কেন্দুয়া অাসার পথে চালক নিয়ন্ত্রন হারালে বাসটি খাদে পরে বাসের ছাদ বডি গুড়িয়ে যায়। এতে ঘটানাস্থলেই চালক হেলপারসহ ৭ জন নিহত হয়েছে এবং অাহত হয়েছে ২২ জন। অাহতের মাঝে ১০ জনের অবস্থা অাশংকাজনক, গুরুত্বর অবস্থায় তাদেরকে টাংগাইল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি ১২ জনকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। পথচারী প্রত্যক্ষদর্শীরা জানান, খুব দ্রুত গতিতে গাড়ীটি অাসছিল উক্তস্থানে এসে রাস্তার কাঁচা অংশে নেমে পরলে নিয়ন্ত্রন হারিয়ে নীচে পরে যায়। বিকট শব্দে অাশপাশের লোকজন ও খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা অাহতদের হাসপাতালে নিয়ে যায়। নিহতরা হলেনঃ ১. মোতাহার হোসেন (৫০) সাত পোয়া সরিষাবাড়ী, জামালপুর ২.মোঃ অাঃ রহিম (৫০) দিগপাইদ, জামালপুর। ৩.অাছমা (৪৮) মাকুল্যা, গোপালপুর, টাংগাইল। ৪, চন্দন দাস( ২৫. চালক) সাজানপুর, গোপালপুর,টাংগাইল। ৫. শান্তা (২৮) নাখালপাড়া,মহাখালী, ঢাকা। ৬. মনিরুজ্জান (৩৫) মহনপুর, জামালপুর, ৭. অারিফ (২২. হেলপার) বন্দ অাজগরা, গোপালপুর, টাংঙ্গাইল।