ঘাটাইলে বিপুল পরিমান উন্নয়নমুলক কাজের উদ্বোধন
মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) সারাদিন ব্যাপি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পূর্বপাহাড়ে রসুলপুর, লক্ষিন্দর, সাগরদিঘী ইউনিয়নে ৪টি পাকা রাস্তা ও ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান সহ মোট ১৮টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন বর্তমান টাঙ্গাইল(৩) ঘাটাইল সংসদীয় আসনের স্থানীয় সাংসদ আলহাজ্ব আতাউর রহমান খান, সাবেক জননন্দিনত সাংসদ আলহাজ্ব আমানুর রহমান খান রানা।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মদ কামরুল ইসলাম, উপজেলা সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), সাবেক সফল ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন, রসুলপুর ইউনিয়ন আ.লীগের যুগ্ম-আহ্বায়ক শিক্ষক নেতা রফিকুল ইসলাম মাষ্টার, ইউপি চেয়ারম্যান এমদাদুল হক সরকার, জেলা যুবলীগের সদস্য রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারন মানিক মিয়া সহ উপজেলার ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন ।
উন্নয়ন প্রকল্প গুলি হলো পেচারআটা টু সানবান্ধা পর্যন্ত পাকা রাস্তা, জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয় ৪তলা, গারোবাজার আর্দশ উচ্চ বিদ্যালয়ের ভিক্তি প্রস্তর ৪ তলা, সিরাজনগর দাখিল মাদ্রাসা৪ তলা, সিদ্দিকালী উচ্চ বিদ্যালয়৪ তলা, সানবান্ধা উচ্চ বিদ্যালয় ৪তলা, ভরাডোবা সাগরদিঘী ঘাটাইল মহাসড়ক উন্নয়ন, গারোবাজার সাগরদিঘী জিসি চেই মেরামত, সাগরদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয় ১তলা ভবন, সাগরদিঘী বালিকা উচ্চ বিদ্যালয়, বিদ্যমান ভবনের উপর উর্ধ্বমুখী সম্প্রসারন, ভবন, সাগরদিঘী উচ্চ বিদ্যালয় ৪র্থ তলা ভবন, সাগরদিঘী কলেজ নির্মান, ফুলমালির চালা দাখিল মাদ্রাসা ৪ তলা, করিমগঞ্জ উচ্চ ৪তলা ভবন সহ একাধিক ভবন নির্মান ভিক্তি প্রস্তর উদ্ভোধন করেন ।