ঘাটাইলে ব্যাপক গনসংযোগ চেয়ারম্যান প্রার্থী আরিফ হোসেনের
মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
একাদশ জাতীয় সংসদ নির্বাচন না যেতেই শুরু হয়ে গেছে উপজেলা নির্বাচনের আলোচনা। টাঙ্গাইলের ঘাটাইলে কে হবেন এই গুরুত্বপূর্ণ জনপদের উপজেলা চেয়ারম্যান। সেদিক থেকে আওয়ামী লীগের রাজনীতিতে পরিচ্ছন্ন ব্যক্তি হিসেবে পরিচিত বিনয়ী স্বভাবের মোহাম্মদ আরিফ হোসেন একজন যোগ্য প্রার্থী, ঘাটাইলের জনগন মনে করেন।ইতোমধ্যে প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আগে কে ভোটারের কাছে পরিচিত হয়ে তার প্রার্থীতা জানান দিতে। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে শুরু করে ঘাটাইল উপজেলার রাস্তার দুই পাশে শোভা পাচ্ছে শুভেচ্ছা সম্মলিত বিলবোর্ড, ধর্মীয় উৎসব থেকে শুরু করে বিভিন্ন চায়ের দোকানে, ১৪টি ইউনিয়নে আসন্ন উপজেলা নির্বাচনের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে। সারা ঘাটাইলে প্রতিটা অঞ্চলে চষে বেড়াচ্ছেন এবং সর্বস্তরের জনসাধারনের কাছে দোয়া ও আর্শিবাদ চাচ্ছেন ৷
মোহাম্মদ আরিফ হোসেন ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এবং মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ঘাটাইল উপজেলা শাখার বর্তমান সভাপতি, বাংলাদেশ উপজেলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশন এর সাধারন সম্পাদক, উপজেলার বর্তমান সফল ভাইস চেয়ারম্যান সবার আস্থাভাজন ব্যক্তি।তিনি তরুন প্রজন্মের জনপ্রিয় লোক। ইতোমধ্যে তিনি রাত দিন ভোটারদের কাছে গিয়ে সমর্থন আদায়ে জোর চেষ্টা চালচ্ছেন।মনোনয়নয় পাওয়ার বিষয়ে আরিফ হোসেন বলেন, আমি জীবনের বিশটি বছর রাজপথে মুজিব আদর্শের ঝান্ডা হাতে নিয়ে মানুষের সেবা করে যাচ্ছি। আর আমি যদি আওয়ামী লীগের মনোনয়ন পাই তাহলে ঘাটাইল জনগনকে নেশামুক্ত সমাজ, সন্ত্র্সামুক্ত ঘাটাইল ও নৃতাত্বিক জনগোষ্ঠির স্বার্থের দিকে নজর দিয়ে তাদের হয়ে কাজ করবো।ঘাটাইলে পৌরসভা ১টি, ইউনিয়ন ১৪টি, ভোট কেন্দ্র ১১৯টি। পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ৭৭৭ জন, মহিলা ভোটার ১ লাখ ৫৯ হাজার ৭৬৯ জন, মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ৫৪৬ জন।