ঘাটাইলে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিছিল ও ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ
মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের ঘাটাইলে বিজয় র্যালি শেষে বাড়ি ফেরার পথে চার ছাত্রলীগ নেতা কর্মীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। গতকাল বুধবার বিকেল পাঁচটায় সাগরদিঘী ইউনিয়নের জোড়দিঘী নামক স্থানে ঘটনাটি ঘটেছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের জোড়দিঘী বাজারে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত সন্ত্রাসী হামলায় আহতরা হলেন জোড়দিঘী গ্রামের সুধন মাস্টারের ছেলে প্রণব বর্মন (১৭) মিজানুর রহমানের ছেলে মামুন(১৮) কিনু মিয়ার ছেলে হাবিবুর(১৮) জগদিশ বর্মনের ছেলে আকাশ বর্মন(১৭)। এরা বর্তমানে মুমূর্ষু অবস্থায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিজয় দিবস উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খানের বিজয় শোভাযাত্রা শেষে বাড়ি ফেরার পথে জোড়দিঘী নামক স্থানে পৌঁছালে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা পথরোধ করে এলোপাতাড়ি মারপিট ও মাথায় আঘাত জনিত কারণে তারা গুরুতর আহত হয়।
অভিযোগ উঠেছে সাগরদিঘী ইউনিয়ন চেয়ারম্যান হেকমত শিকদারের নেতৃত্বে উক্ত সন্ত্রাসী হামলার সূত্রপাত।
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধনটি জোড়দিঘী ছাকেদ আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন থেকে শুরু করে হাজারো লোকের উপস্থিতিতে জোড়দিঘী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং মানববন্ধন শেষে ঘণ্টাব্যাপী রাস্তা অবরোধ করে ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান,হামলার শিকার হওয়া ব্যাক্তিদের পরিবারবর্গ, সাধারণ জনগণ এবং উপস্থিত স্থানীয় সকল নেতৃবৃন্দ।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মিয়ার আহবানে অন্যান্যরা সহ উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন, টাঙ্গাইল জেলা যুবলীগের সদস্য রফিকুল ইসলাম রফিক, সাগরদিঘী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আরমান আলী, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক শাহ আলম মাস্টার, জোড়দিঘী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন আহমেদ, সাগরদিঘী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাহার উদ্দীন, মিন্টু মিয়া এবং সাগরদিঘী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তাহসিন সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ ব্যাপারে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মাকছুদুল আলম এর সাথে কথা বললে তিনি জানান, তারা এখনো কোনো অভিযোগ পাননি।