ঘাটাইলে সাংবাদিকতায় পিআইবি’র প্রশিক্ষন সমাপ্ত
এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)’র উদ্যোগে টাঙ্গাইলের ঘাটাইলে সাংবাদিকদের তিনদিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। রোববার থেকে ঘাটাইল উপজেলা
পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়ে মঙ্গলবার শেষ হয়েছে। তিনদিন সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করেন, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অন্টারনেটিভ এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মো. মাহবুব আলম, মোহনা টেলিভিশনের বার্তা প্রধান রহমান মুস্তাফিজ, পিআইবি রির্পোটার জিলহাজ উদ্দিন নিপুন।
কর্মশালায় তারা সংবাদের ধারণা, সংবাদ সংগ্রহ,সংবাদপত্রের ভাষা, সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার পার্থক্য, তথ্য অধিকার আই, রিপোর্টিং,নীতিমালা, আচরণবিধি, সংবাদ সূচনা, প্রেস কনফারেন্স, ব্রিফিং, প্রেস রিলিজ, রিক্যাপিং,সাক্ষাতকার গ্রহণের কৌশল, অনলাইন সাংবাদিকতা কি,কাজের ধরন, ফিচার কি, ফিচার লিখনসহ বিভিন্ন রিপোর্টিং এর উপর প্রশিক্ষণ দেন। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৩৫ জন স্থানীয় প্রতিনিধি এতে অংশ গ্রহণ করেন।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন। বক্তব্য রাখেন, কালের কণ্ঠের ভূঞাপুর প্রতিনিধি আব্দুর রাজ্জাক, প্রবীন সাংবাদিক অধ্যাপক গোলাম সামদানি, যুগান্তরের ঘাটাইল প্রতিনিধি খান মোঃ ফজলুর রহমান। প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে পিআইবির পরিচালক (অধ্যায়ন ও প্রশিক্ষক) আনোয়ারা বেগম প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।