ঘাটাইলে হানাদার মুক্ত দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ড আয়োজিত হানাদার মুক্ত দিবসে কর্মসূচীর মধ্যে ছিলো হানাদার মুক্ত দিবসে র্যালি, কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন, মুক্তিযোদ্ধা সংসদে জাতীয় পতাকা উত্তোলন ও দোয়া মাহফিল।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন, জি বি জি কলেজের অধ্যক্ষ শামছুল আলম মনি, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, মক্তিযোদ্ধা কমান্ডার মোঃ তোফাজ্জল হোসেন, পৌর মেয়র শহিদুজ্জামান খান, সাবেক পৌর মেয়র আব্দুর রশিদ মিয়া ও মোঃ হাসান আলী,আওয়ামীলীগ নেতা নুরুল আলম তালুকদার, তানভীর রহমান, জি বি জি কলেজের ভিপি আবু সাইদ রুবেল প্রমুখ।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ঘাটাইল শাখার উদ্যোগে বিকেলে কলেজ মোড় চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।