জি.আর.হায়দার এর কবিতা- ঘাতক করোনা
“ঘাতক করোনা”
-জি.আর.হায়দার
(উৎসর্গ-মরহুম বন্ধু শাহাদাৎ হোসেন)
স্মৃতির ফ্রেমে বাঁধা ছবি
কথা বলে না আর
করোনা যেন ঘাতক সেজে
জীবন নিলো বাবার!
ছোট্ট মেয়ে দেখে ছবি
কান্নায় ভেঙে পড়ে
আর কখনো ডাকবেনা
বাবা, তার নাম ধরে!
বাবার মতো কোলে নিয়ে
আদর স্নেহের চোখে
কোনদিন কেউ দেখবে না রে
জীবন কাটবে শোকে।
বাবা নামের ডাকটা শুধু
কষ্টের হয়ে রবে
এমন দেশে গেলো বাবা
ফিরবে না জানি ভবে।
দু’হাত তুলে দোয়া করি
ওপরে ভালো থেকো
জান্নাতবাসী করে প্রভু
বাবাকে তুমি রেখো।