চলন্ত ট্রেনের নিচে পড়েও বেঁচে ফিরল তরুণী (ভিডিও)

 

 

 

অনলাইন ডেস্ক  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ভারতের মুম্বাইয়ে মে মাসের ঘটে যাওয়া একটি দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে দেখা যায়, শহরের কুরলা রেলওয়ে স্টেশনে এক তরুণী সবার চোখের সামনে চলন্ত ট্রেনের নিচে পড়ে যায়। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীরা চেষ্টা করেও তাকে থামাতে পারেনি।

এনডিটিভি জানিয়েছে, ট্রেনের নিচে পড়া মেয়েটির নাম প্রতীক্ষা নটেকর। ১৯ বছরের ওই তরুণী শহরের ভানডুপ এলাকার বাসিন্দা।

গত ১৩ মে বন্ধুর সঙ্গে দেখা করে ফেরার জন্য স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। বেলা ১১টা বাজে তখন। ট্রেন আসতে দেরি হওয়ায় মোবাইল ফোনে কথা বলছিল সে। কথা বলতে বলতে কখন যে প্ল্যাটফর্ম ছেড়ে লাইনে চলে গিয়েছে তা খেয়ালও করেনি।

এদিকে ট্রেন চলে এলেও কানে হেডফোন দিয়ে বন্ধুর সঙ্গে কথা বলতে থাকায় তা বুঝতে পারেনি নটেকর।

এদিকে, চারিদিকে তখন চলছে তুমুল চেঁচামেচি। যখন খেয়াল হল, ট্রেন তখন প্রায় কাছে চলে এসেছে। প্রথম দিকে নটেকর দৌড়ে প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করে। এরপর কি মনে করে সোজা ট্রেনের সামনে দাঁড়িয়ে যায়। মুহূর্তেই ট্রেনের ধাক্কায় নিচে পড়ে যায় সে।

কুরলা সরকারি রেলওয়ে পুলিশের পরিদর্শক অশোক ভার্দে বলেন, ট্রেনের চালক ব্রেক টেনে ধরলেও ইঞ্জিন ও একটি বগি মেয়েটির উপর উঠে যায়। সবার তখন ধারণা, মেয়েটি ট্রেনে কাটা পড়েছে।

নিচে খোঁজাখুজির পর মেয়েটিকে দেখাও যায়। সবাই তখন তাকে মৃত ভাবছিল! কিন্তু বের করার পর দেখা যায়, সে বেঁচে রয়েছে। সামান্য আঘাত পেলেও তা গুরুতর নয়।

কাছেই রাজাওয়ার্দী হাসপাতালে নেয়ার পর নটেকর আশঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানান।

ভিডিও লিংক

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!