রফিক উদ্দিন লস্কর এর কবিতা- চলো যাবো
চলো যাবো
।। রফিক উদ্দিন লস্কর ।।
যখন আমি যাবো চলে হাতটি নেড়ে নেড়ে,
ব্যথায় হবে মনটা ভারী তোমাদেরকে ছেড়ে।
চলে যেতে চাইবে না মন, মত্ত থাকবে প্রেমে,
স্মৃতিরা সব রয়ে যাবে, মনের বাঁধানো ফ্রেমে।
যাওয়া আসা খেলার মাঝে সবাই যাবে ভূলে,
সুখ দুঃখ আর হাসি-কান্না, রবে অন্তঃস্থলে।
এমন কথা সদাই ভাবি, মনটা হয় বিষাদময়,
এই জগতে সবাই আপন, শেষ বেলাতে নয়।
কষ্ট দিয়ে কষ্ট নিয়ে, ছাড়বো যখন আঙ্গিনা,
হাসি কান্নার রঙমহলে আর থাকা চলবে না।
কথার মাঝে চলাফেরায় কষ্ট যদি দিয়ে যাই,
শেষ বেলায় পৌঁছে গেলে করার কিছুই নাই।
সঙ্গী সাথী পরিজনেরা আর পাবেনা খুঁজিয়া,
মম নিথর দেহ পড়ে রবে চক্ষু যাবে বুজিয়া।
যদি কিছু দিয়ে যাই, আমার কোনো কাজে,
ইচ্ছে হলে ঠাঁই দিওগো তোদের হৃদয় মাঝে।
থাকবে না আর এমন কিছু রবে শুধুই স্মৃতি,
অচেনা ঐ শহর মাঝে থাকবে কি আর মতি।
০৩/০৬/২০১৭ইং
নিতাইনগর, হাইলাকান্দি(আসাম)