সাইফুল ইসলামের কবিতা-চাইনা বিচার
চাইনা বিচার
এম. সাইফুল ইসলাম
আল্লাহ তোমার চাই করুনা
চাই নাকো বিচার,
তোমার রহম চাইযে শুধু
আমি হে গুনাহগার।
আমি দোষ করেছি পদে পদে
দু’দিনের এই জীবন নদে,
আমি গড়েছি শুধু পাপেরই পাহাড়
কেমনে রক্ষা পাবো বিচারে তোমার?
বিচার যদি করবে তুমি
তবে কেন হলে জগৎ স্বামী,
কেনইবা হলে তুমি মেহেরবান
আবার কেন নামটি নিলে রহমান?
ভিখারী হয়ে তোমার নিকট
ভিক্ষা যদি চাই,
শূণ্য হাতে ফিরিয়ে দিতে
পারবেকি তুমি সাই।
চাইনা তোমার বালা খানা
চাইনা তোমার বেহেস্ত খানা,
চাইযে সদা তোমারই দিদার।
ক্ষমা কর ওহে গফুরও গফ্ফার।