নিয়াজ উদ্দিন সুমন এর কবিতা-চাই না দেখতে আর দানবীয় রূপ

 

চাই  না  দেখতে  আর দানবীয়  রূপ

——————————————      নিয়াজ  উদ্দিন  সুমন

 

বেসামাল অসাধু ক্ষমতায়

বেপরোয়া  ভোগ-বিলাসের  তাড়নায়

নোংরা  রাজনীতির  ছত্রছায়ায়

তনু, মিতু আর খাদিজাদের রঙিন  স্বপ্ন

রক্তের  বন্যায় চলতি  পথে ভেসে যায়।

কুৎসিত  ভাবনায়, হিংসার প্রনোদনায়

মানুষরূপী  পশুর চাপাতির  নিষ্ঠুর আঘাতে

ভালবাসা  হয়  রক্তে ক্ষত-বিক্ষত।

সুশাসনের  অভাবে, তদন্তের  বেড়াজালে

মায়ের  বুক  খালি  হয় বারে বারে !

চাই  না  দেখতে  আর দানবীয়  রূপ

এমন  নৃশংসতার  দৃষ্টান্তমুলক  শাস্তি হোক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!