চামড়া ব্যবসায় হিন্দু মাড়োয়ারী ও অবাঙ্গালি
এস কে রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
নীলফামারী সদর, ডোমার ও সৈয়দপুর উপজেলা সদরেই প্রায় ৩০ জন হিন্দু মাড়োয়ারী ও অবাঙ্গালি ব্যবসায়ী সরাসরি সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ব্যবসা প্রতিষ্ঠানে এখন চামড়া ব্যবসায়ী, কসাই ও দালালের ভিড়। নীলফামারী জেলা সদরের শাখামাছা বাজারের কয়েকজন প্রভাবশালী হিন্দু ব্যবসায়ী চামড়া কেনার জন্য প্রকাশ্যেই দালাল নিয়োগ করেছেন।
জেলার ঢেলাপীর, তারাগঞ্জ, বেনীরহাট, রানীরবন্দর, শাখামাছা প্রভৃতি হাটে পশুর দাম সহনীয় মাত্রায় থাকলেও কেনাবেচা ভালো নয়। অন্যদিকে, পশু কেনাবেচা কম হওয়ায় চামড়া আমদানিতে ধস নামবে বলে আশঙ্কা করছেন স্থানীয় চামড়া ব্যবসায়ীরা।
এছাড়া ঢাকার ট্যানারি মালিকরা বকেয়া পরিশোধ না করায় পুঁজি সংকটে ভুগছেন এখানকার চামড়া ব্যবসায়ীরা।
চামড়া ব্যবসায়ীরা জানান, চামড়া কিনতে না পারলে বড় চালান ভারতে পাচার হওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে সীমান্তবর্তী এলাকায় চোরাকারবারীরা সক্রিয় হয়ে উঠেছে। তারা গোপনে চোরাকারবারীদের মাধ্যমে অর্থলগ্নি করছে। প্রতিবছরের মতো এবারো সবরকম প্রস্ততি নিয়ে মাঠে নেমেছে তারা। নিয়োগ করা হচ্ছে গরু ব্যবসায়ী ও কসাই ছাড়াও শত শত দালাল। তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে লাখ লাখ টাকা।
সূত্র জানায়, দেশের বাজারে চামড়ার দরপতন, ব্যাংক থেকে টাকা পেতে ঝুট-ঝামেলা, চামড়া দিয়ে আড়তদারের কাছ থেকে টাকা তুলতে হয়রানি কারণে চামড়া ভারতে পাচার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রতিবছরের মতো এবারো ওই সিন্ডিকেট তাদের এদেশীয় আত্বীয়-স্বজনের মাধ্যমে আগাম কোটি কোটি টাকা লগ্নি করছে।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।