ছাত্র ইউনিয়ন নেত্রী চায়নার জামিন মঞ্জুর
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছেন’ এমন অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় করা মামলায় গ্রেফতার রাঙ্গামাটি ছাত্র ইউনিয়নের নেত্রী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী চায়না পাটোয়ারির জামিন মঞ্জুর করেছেন আদালত।
জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ কাউছার সোমবার দুপুরে এ আদেশ দেন।
গত ২ জুন বিকেল সাড়ে পাঁচটায় চায়নাকে প্রথমে নিরাপত্তা হেফাজতে নেয় কোতোয়ালি থানা পুলিশ। এর পাঁচ ঘণ্টা পর রাত ১১টায় তার বিরুদ্ধে থানায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করেন চম্পকনগর এলাকার মো. রুহুল আমিনের ছেলে ছাত্রলীগকর্মী এহসান উদ্দিন ঋতু। এ মামলায় চায়না পাটোয়ারিকে গ্রেফতার দেখায় কোতোয়ালি থানা পুলিশ।
চায়না পাটওয়ারী ও তার বন্ধু শাওন বিশ্বাস ৩০ মে তার নিজের ফেসবুকে হাইকোর্ট থেকে মূর্তি সরানোকে কেন্দ্র করে ইসলাম ধর্ম ও আল্লাহ নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দেয়। এতে নিজেদের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রাপ্ত হয়ে ক্ষিপ্ত হয় রাঙামাটি শহরের বহু মানুষ। ধমীয় উসকানিমূলক ও অবমাননাকর স্ট্যাটাস দিয়ে উত্তেজনা ছড়ানোয় ছাত্র ইউনিয়নের অপর নেতা শাওন বিশ্বাসকেও গ্রেফতারের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।