রুবিনা পাহলান (হ্নদি রুবি) এর কবিতা- চিঠি
চিঠি
—— রুবিনা পাহলান (হ্নদি রুবি)
আমি আতঁকে উঠি
এক অজানা শিহরনে
সে যে কী ভয় !
তোমাকে কী করে বোঝাই!
হঠাৎ তোমার লেখা সেই
পুরোনো চিঠিগুলো দেখি আর নাই !
হায় ! কি হবে উপায় !
কোথায় পাই, কী করে পাই !
এ বেদনা কোথায় লুকাই !
সে যে কী ভয় !
এ কি বাঁধনে জড়ালে আমায় !
মন কাঁদে , চোখ নয় !
বুক কাঁপে, শরীর নয় !
এ যে কী যন্ত্রনাময় !
হায় কী করি উপায় !!
নতুন চিঠি তো আর নয় !
পুরান চিঠি কেবলি কথা কয় !