চিরিরবন্দরে জুয়া খেলার অপরাধে ৬ জনের জরিমানা
দিনাজপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুর চিরিরবন্দরে জুয়া খেলার অপরাধে ০৬ জনের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সকালে চিরিরবন্দর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: গোলাম রব্বানী এ আদালত পরিচালনা করেন।
জানাগেছে, গত বৃহস্পতিবার রাত ১ টার দিকে উপজেলার কারেন্ট-হাট বাজার থেকে জুয়া খেলার অপরাধে এস আই ফিরোজ আহমেদ এর নের্তৃত্বে চিরিরবন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানী এর নিকট হাজির করলে এ দন্ডাদেশ দেয়া হয়।
জানাগেছে, গত বৃহস্পতিবার রাত ১ টার দিকে উপজেলার কারেন্ট-হাট বাজার থেকে জুয়া খেলার অপরাধে এস আই ফিরোজ আহমেদ এর নের্তৃত্বে চিরিরবন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানী এর নিকট হাজির করলে এ দন্ডাদেশ দেয়া হয়।
চিরিরবন্দর থানার ওসি মো: হারেসুল ইসলাম জানান, জুয়া খেলার অপরাধে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার নাটশলা গ্রামের হযরত আলী (৩৫) একই গ্রামের বাবুল (২৪) আব্দুল হাকিম (৩০) রংপুর জেলার পীরগাছা উপজেলার রহমতচর গ্রামের রফিকুল (২৫) চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের আমিনুল হক (২২) একই গ্রামের এনামুল হক(৩২)সহ এদের প্রত্যেককে নগদ ১ হাজার টাকা কারে জরিমানা করা হয়।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।