চিরিরবন্দরে বিশ্ব ডায়বেটিস দিবস উপলক্ষে র্যালী ও অলোচনা সভা অনুষ্ঠিত।
দিনাজপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের চিরিরবন্দরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালি বের হয় । র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিটির নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মামুন । উক্ত র্যালীতে ‘ নারী এবং ডায়াবেটিস আগামীর সুস্বাস্থ্য আমাদের অধিকার’- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মামুন সহ আরও অনেকে ।
উল্লেখ্য, বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে ফ্রি-চিকিৎসা ও ফ্রি ডায়বেটিস পরীক্ষাসহ নানান কর্মসূচি পালন করা হয়।
কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।